
ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় বাচ্চা কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে এক মা আত্মহত্যা করেছেন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, জামালপুর থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন নগরীর কলেজ রোড রেলক্রসিংহ এলাকায় পৌঁছালে এক নারী শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো বোরকা পরা একজন নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। বিপরীত দিক থেকে একটি ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী তার কোলে থাকা শিশু নিয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে শুয়ে পড়েন। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved