
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে এক অজ্ঞাত (৫৫) মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ২৩ ফেব্রুয়ারি শহরের ফেরিঘাট এলাকায় রেলওয়ে স্কুলের বারান্দা থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানা উপ পরিদর্শক এসআই আবুল কালাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃদ্ধা মহিলাটি পাগল ছিলেন। তিনি ৪/৫ দিন যাবত স্কুল বারান্দায় রাত্রী যাপন করেছেন। তিনি দীর্ঘ দিন যাবত এই এলাকায় বসবাস করছেন। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি।
ভৈরব থানা উপ পরিদর্শক এসআই আবুল কালাম আরো জানান, স্কুলের পাশেই ঢাকা সিলেট মহা সড়কে ডিউটি পালন করছিলাম। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে স্থানীয়দের জিম্মায় দিয়ে আসি। তারাই লাশটি দাফন কাফন করবেন। তবে তার পরিচয় সনাক্তের কাজ চলছে। এসময় তিনি তার পরিচয় খুঁজে পেতে সকলের সহযোগীতা কামনা করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved