
নিজস্ব প্রতিবেদকঃ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুর মুক্তাদির বলেছেন,সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে এবং একটি সুন্দর দেশ গড়তে হবে। মঙ্গলবার সন্ধ্যায় পুর্ত ভবনে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ৩৭ তম কাউন্সিল অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মান সম্মত নির্মাণ কাজে সুষ্ঠু ব্যবস্থাপনা, সরকারি খালি জমিতে ভবন নির্মাণ, সরকারি ভবন নির্মাণে গণপূর্ত অধিদফতরের একক ক্ষমতা, মান সম্মত আধুনিক ট্রেনিং সেন্টার ও ল্যাব সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। জাতীয় স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজওয়ান আহমেদ তৌফিক, এমপি, কাজী ওয়াশী উদ্দিন, সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়,বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি মোহাম্মদ রায়হান মিয়া,সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ আরো অনেকে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved