
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। এ বছর এক হাজার ৮৪৪ আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরিক্ষার্থী সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৮৫১ জন। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১০৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ‘এ’ ইউনিট দিয়ে এ পরীক্ষা শুরু হয়। এটি আগামী ৫ মার্চ নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘আজ সকাল ৯টায় এ-ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির মোট ছয়টি শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে পরীক্ষা চলবে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved