
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি মহাবিপন্ন প্রজাতির শকুন উদ্ধার করেছেন আহম্মদ আলী নামে এক শ্রমিক সরদার।
রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলা বাজার সংলগ্ন এক মাঠ থেকে জালে আটকে পড়া ওই শকুনটি উদ্ধার করে কুটি চন্দ্রখানা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন।
পরে খবরটি ছড়িয়ে পড়লে, আশেপাশের মানুষজন শকুনটিকে এক নজর দেখতে সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আহম্মদ আলীর বাড়িতে ভিড় জমায়। বিকেলে শকুনটিকে বন বিভাগ উদ্ধার করে নিয়ে যায়।
উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান, খবর শুনে শকুনটি উদ্ধার করে কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, আজ ফুলবাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে। শকুনটি এখন আমাদের অফিসের হেফাজতে আছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved