
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দুই গ্রুপের দ্বন্দ্বে ঈদগাহ মাঠের সাইড দেয়াল ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ ফেব্রয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায় ইমামের চর ঈদগাহ মাঠের পাশে কে বা কারা যেন দেয়াল ভেঙ্গে ফেলে রেখেছে।
এ সময় স্থানীয়রা জানান, ইমামের চর এলাকার বড় বাড়ির লোকজনের সাথে একই এলাকার বন্দের বাড়ির লোকজনের দ্বন্দ্ব হয়। পরে তাদের মধ্যে ১১ ফেব্রুয়ারি ধাওয়া পাল্টা দাওয়া হয়। ওই দিন রাতেই কে বা কারা ইদগাহ মাঠের দেয়াল ভেঙ্গে দিয়েছে তা কেউ দেখেনি। তবে এলাকায় এখনো পর্যন্ত থমথমে বিরাজ করছে। যে কোন মূহুর্তে ঘটতে পারে সংঘর্ষের ঘটনা।
এ বিষয়ে কথা হয় বন্দের বাড়ির এলাকার রহিম মিয়া সাথে তিনি জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঈদগাহ মাঠে খেলতে এসে দখল করতে চাই বড় বাড়ির লোকজন। এসময় তাদের সাথে দ্বন্দ্ব হয়। পরে তারা ঈদগাহ মাঠের পাশের দেয়াল ভেঙ্গে দেয়।
এদিকে বড় বাড়ির ওয়াদুদ মিয়া বলেন, গত ২২ জানুয়ারি বন্দের বাড়ির এক যুবক বড় বাড়ির এক নারী মেহমানকে ইভটিজিং করে। বড় বাড়ির লোকজন প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে মারামারিও হয়।পরে বড় বাড়ির ঝাড়ু মিয়ার ছেলে ইয়াছিনকে মারধোর করে আহত তকে তারা। এই ঈদগাহ মাঠটি বড় বাড়ির মানুষের তাই বন্দের বাড়ির মানুষরা দেয়াল ভেঙ্গে ফেলেছে।
এ বিষয়ে ১নং ওয়ার্ড মেম্বার নাসির মিয়া জানান, ইভটিজিং নিয়ে বড় বাড়ি ও বন্দের বাড়ির ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিষয়টি হারিজ চেয়ারম্যানের নেতৃত্বে মিমাংসা করে দেয়া হয়।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ইমামের চর তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের খবরে পুলিশ পাঠানো হয়েছিল। ঈদগাহের দেয়াল ভেঙ্গে দেয়ার বিষয়টি আমার জানা নেই। কোন পক্ষ অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved