
নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল এক হাজার ৪৩ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মানিক হোসেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দিনাজপুরে। এদিন দিনাজপুরে ১৭৭ জন, রংপুরে ১৭৪ জন, গাইবান্ধায় ১৫৮ জন, কুড়িগ্রামে ১৩০ জন, ঠাকুরগাঁওয়ে ১১৬ জন, নীলফামারীতে ১০৬ জন, লালমনিরহাটে ১০৬ জন এবং পঞ্চগড়ে ৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ নিয়ে মোট অনুপস্থিতর সংখ্যা এক হাজার ৪৩ জন, যা মোট পরীক্ষার্থীর দশমিক ৬১ শতাংশ। আর শতকরা হিসেবে লালমনিরহাট জেলায় সবচেয়ে বেশি দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলায় ২৭৮টি কেন্দ্রে এক লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved