
নিজস্ব প্রতিবেদক: দেশের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে জানালো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে পাবনার ৯টি উপজেলায় কবে ভোট হবে তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, প্রথম ধাপের আগামী ৪ মে পাবনার সুজানগর, বেড়া ও সাঁথিয়া উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপে ১১ মে পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলা পরিষদের ভোটগ্রহণ হবে এবং আগামী ১৮ মে পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি ঘোষিত তালিকা অনুযায়ী, রাজশাহী, রংপুর , খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট ও চট্রগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved