
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার ঈশ্বরদী ‘খ’ সার্কেলের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) গভীর রাতে আটঘরিয়া উপজেলার নাদুড়িয়া চৌরাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নের্তৃত্ব দেন মাদকের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
পরিদর্শক জানান, তাঁর মাদকের স্টাফদের সমন্বয়ে গঠিত রেডিং পার্টি খিদিরপুর বাজার হতে দাশুড়িয়াগামী সিএনজি তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজা বহনকারী মাদক ব্যবসায়ী আব্দুল মতিন (৩৮) ও কাওসার আলী (২৫) কে আটক করা হয়। পরে মাদক ব্যবসায়ীদের থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved