
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের টিকেটসহ মমিন মিয়া (৩৪) নামে এক টিকেট কালোবাজারি চক্রের সদস্যকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে তাকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয়। কালোবাজারি মুমিন পৌর শহরের জগন্নাথপুর এলাকার জমশেদ সরকারের বাড়ির মৃত শফিকুল ইসলাম শিশু মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করছেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম।
তিনি জানান, একাধিক অভিযোগের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাতে মমিন মিয়া নামের টিকেট কালোবাজারি চক্রের সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাকে তল্লাসী করে তার সাথে থাকা বিভিন্ন গন্তব্যের আন্তনগর ট্রেনের ৬টি টিকেট পাওয়া যায়। এতে সিট রয়েছে ১৬ টি।
তিনি আরো জানান, মমিন দীর্ঘদিন যাবত কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ঘটনায় রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved