
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছর জাতীয় পর্যায়ে কোমলমতি শিশু ও কিশোরদের ইসলামি সাংস্কৃতির প্রতি আকৃষ্ঠ করার লক্ষে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে।
সেই ধারাবাহিকতায় উপজেলা পর্যায় থেকে বাছাইকৃত শিশু কিশোরদের নিয়ে ১২ ই ফেব্রুয়ারী ২০২৪ সকাল ৯:০০ টার সময় চুয়াডাঙ্গার মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন এর নিজস্ব মিলনায়তনে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৪ আয়োজিত হয়।
প্রতিবারের ন্যায় এবছরেও হামদ-নাত, ক্বেরাত, রচনা লেখন, ইসলামি কুইজ, উপস্থিত বক্তৃতা, আজান, কবিতা আবৃতি সহ আরো কিছু ইভেন্টে উপজেলা পর্যায় থেকে বাছাইকৃত শিশু কিশোরদের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, যে সমস্ত প্রতিযোগীরা জেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করবে তারা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতার সুযোগ পাবে। এই প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


প্রতিযোগীতায় বিচারকের দ্বায়িত্বে ছিলেন, মাওলানা আমির হোসেন, মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা। হাফেজ ক্বারী মোঃ ওসমান গণী, ইমাম বড় ষলুয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ।
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ মজিবর রহমান। সভাপতিত্ব করেন উপ-পরিচালক এ.কে.এম শাহিন কবির। এছাড়াও ইসলামি ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের বিজ্ঞ ব্যাক্তিবর্গ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved