
নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও বিকাশ-এর মধ্যে এক চুক্তি সম্পাদিত হয়েছে যার আওতায় ব্যাংকের কর্পোরেট পেমেন্ট পোর্টালের হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটিসহ “অনলাইন পেমেন্ট সলিউশন” সেবা ব্যবহার করবে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট পেমেন্ট পোর্টাল ব্যাংকিং লেনদেন আরও দক্ষতার সঙ্গে সম্পাদন করার জন্য এর ব্যবহারকারীদের সমন্বিত সেবা প্রদান করছে। সংযোগ সম্পাদন ও প্রযুক্তিগতসহ অন্যান্য সক্ষমতা নিশ্চিত করে এরই মধ্যে এই সেবার মাধ্যমে বৃহৎ পরিসরে স্বয়ংক্রিয় নিষ্পত্তিকরণ কার্যক্রম শুরু করেছে বিকাশ।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আহসান জামান চৌধুরী এবং বিকাশ-এর চিফ ফিনান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম, বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved