
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল শেখ হাসিনা সরণিতে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) রাত ১১ টায় দিকে পূর্বাচল জলসিড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত মর্জিনা বেগম (৪৫) রাজধানী মধ্যবাড্ডা এলাকার মৃত আমজদ আলীর স্ত্রী।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরশ বাগচি জানায় পূর্বাচল শেখ হাসিনা সরণির জলসিড়ি এলাকায় সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল মর্জিনা বেগম কে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বাচলের একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করে। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরশ বাগচি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved