
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জয় চাই ফরচুন বরিশালের। অন্যদিকে হারের বৃত্ত ভেঙে জয়ের দেখা পেতে মরিয়া দুরন্ত ঢাকা। জাতীয় দলের তারকায় ঠাঁসা বরিশালকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। ধুকতে থাকা ঢাকা চ্যালেঞ্জ জানানো তো দূরের কথা, অ্যালেক্স রস ছাড়া কেউ রানই করতে পারলেন না। তাতে বড় ব্যবধানে হেরে এবারের আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নিচ্ছে দুরন্ত ঢাকা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুরন্ত ঢাকাকে ৪০ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো অর্ধশতকে ভর করে নির্ধাএইত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে অ্যালেক্স রসের অর্ধশতকের পরও ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় ঢাকা।
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাব্বির হোসেনের (৫) উইকেট হারায় ঢাকা। আকিফ জাভেদের বলে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। পঞ্চম ওভারের চতুর্থ বলে মোহামদ নাইমও ১০ রান করে ওবেদ ম্যাকয়ের শিকারে পরিণত হন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা ৪১ রানের মাথায় সাইফ হাসানকেও (২) হারায়।
নতুন ব্যাটার এসএম মেহরব ও অ্যালেক্স রস কিছুটা প্রতিরোধ গড়তে সমর্থ হন। এই জুটিতে ৩৯ রান যোগ হয় ঢাকার রানের খাতায়। ২৯ বলে ২৮ রান করা মেহরবকে আউট করে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার বিদায়ের পর লড়াইটা অ্যালেক্স রসের একার লড়াইয়ে পরিণত হয়। অপর দিকে চলে আসা -যাওয়ার মিছিল।
দলের নবম উইকেট হিসেবে যখন রস আউট হন তখন ঢাকার সংগ্রহ মোটে ১৪০। জয়ের সম্ভাবনা একেবারেই শেষ। ৩০ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫২ রান করেন রস।
এছাড়া তাসকিন একটি করে ছয় ও চার মেরে দর্শকদের কিছুটা বিনোদন দেন।
বরিশালের পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২.৪ ওভার হাত ঘুরিয়েই ২ উইকেট শিকার করেন। ওবেদ ম্যাকয়ও ২ উইকেট শিকার করেন। বাকি উইকেটটি নেন আকিফ জাভেদ।
এর আগে বরিশালকে বড় সংগ্রহ এনে দেন সৌম্য ও রিয়াদ। ৪৮ বলে ৪ চার ও ৬ ছয়ে ৭৫ রান করেন সৌম্য। রিয়াদ ৪৭ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৩ রান করেন।
ঢাকার পক্ষে তাসকিন ও শরিফুল ২টি করে উইকেট নেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved