
রিপন আহমেদ: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিনোদপুরে আফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যেদিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গার বিনোদপুর মাঠে প্রথম দিনের এই ক্রিকেট ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডাউকি অনূর্ধ্ব ১৩ ক্রিকেট দল এবং বিনোদপুর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট দল।
খেলায় ডাউকি একাদশ বিনোদপুর একাদশকে ৩৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জজকোর্টের আইনজীবী মুহাম্মদ ইকরামুল হক। এসময় তিনি বিজয়ী ও পরাজিতদের মধ্যে পুরষ্কার বিতরণকালে বলেন খেলাধুলা মানুষকে বিকশিত করে, মাদকমুক্ত শান্তি সুশৃংখল সমাজ দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই, আগামীতে আফিয়া ফাউন্ডেশন এর মাধ্যমে আলমডাঙ্গায় সুষ্ঠু সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে সুন্দর সমাজ গড়বো।
উক্ত ক্রিকেট ম্যাচটি পরিচালনা করেন ইউনুস আলী মাস্টার, এসময় বিভিন্ন স্থান থেকে আগত ক্রিকেটপ্রেমীদের ঢল নামে এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved