
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বড়বাজার চত্বরের স্মৃতি সৌধ নামফলকের নিচের ফাঁকা জায়গা থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে নাম ফলকের পিছন থেকে মৃত প্রশান্ত কুমার দেবনাথের(৫০) লাশ উদ্ধার করা হয়। মৃত প্রশাস্ত কুমার দেবনাথ চুয়াডাঙ্গা পুরাতন বাজার পাড়ার মৃত্যু শান্তি দেবনাথের মেজো ছেলে।
চুয়াডাঙ্গার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সিকান্দার আলী জানান, মৃত্যু প্রশান্ত কুমার দেবনাথ দীর্ঘদিন ধরে নাম ফলকের পিছনে বসবাস করতো। আগেই থেকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলো। তারপর হঠাৎ করে সে রাতে স্টোক জনিত ভাবে রাতে মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দেয়।
তারপর সদর থানার পুলিশ মৃত্যু ব্যক্তির লাশ উদ্ধার করে। এই মরা দেহের প্রতি পরিবারের কোন অভিযোগ নেই। তাই স্বাভাবিক ভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved