
নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানীর শাখা ব্যাবস্থাপক সম্মেলন-২০২৪ ঢাকা ক্লাব লিঃ এর স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান জনাব এনামুল হক। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব এএমএম মহিউদ্দিন চৌধুরী।
সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জনাব জয়নুল আবেদীন জামাল, নিরপেক্ষ পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জনাব সফররাজ হোসেন, নিরপেক্ষ পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম, পরিচালক জনাব মোরশেদুল শফি, পরিচালক জনাব জিয়া উদ্দীন, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নুরুল আলম, কোম্পনীর সকল শাখা ব্যাবস্থাপকগণ ও সকল বিভাগীয় প্রধানবৃন্দ এবং কোম্পনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পনী সচিব শেখ মোঃ আনোয়ার উদ্দীন। সম্মেলনে কোম্পানীর চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ বীমা ব্যাবসার সামগ্রিক পরিস্থিতি এবং বীমা ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কোম্পানীর কন্ধসঢ়;সালট্যান্ট জনাব বিয়োজিদ মোস্তাবা সিদ্দিকী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আরিফুর রহমান ও মোঃ ফিরোজ আলম, ডিএমডি মোহাম্মদ জসিম উদ্দিন, ইভিপি মোঃ আবুল কালাম আজাদ ও ভাইস প্রেসিডেন্ট খন্দকার শামীম আহম্মেদ। শাখা ব্যাবস্থাপকগণ তাদের বক্তব্যে বীমা ব্যবসার বর্তমান পরিস্থিতি এবং বীমা ব্যবসার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন যে ব্যবসার পরিস্থিতি আরো উন্নতি হবে এবং ২০২৪ সালে তাদের নির্ধারিত টার্গেট অর্জিত হবে।
সম্মেলনে বিভিন্ন শাখা ব্যাবস্থাপকদের ২০২৩ সালে ভালো পারফরম্যান্স ও তাঁদের নির্ধারিত টার্গেট অর্জন করায় কোম্পানীর পক্ষ থেকে তাঁদের পুরস্কৃত করা হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং কোম্পনীর উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved