
বিশেষ প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় মাদক মামলায় শারমীন আক্তার সীমা (৩০) নামে এক নারী কাউন্সিলরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাতে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার দেবোত্তর মহল্লার বাসিন্দা এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর।
আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেফতার শারমিন আক্তার সীমা চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।’
আব্দুল লতিফ আরও বলেন, ‘২০১৪ সালে রংপুর জেলার কাউনিয়া থানায় তার নামে একটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেই মামলায় গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সীমাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved