
নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূ হলেন ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজনুর রহমানের মেয়ে ও উপজেলার মহরমখালী গ্রামের নুরে আলম ছোটনের স্ত্রী, দুই সন্তানের জননী মুন্নী খাতুন (২৫)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের দাবী মানসিক ভারসাম্যহীন মুন্নী খাতুন সবার অগোচরে শনিবার দুপুর ১টার দিকে পিতার বাড়িতে শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। থানায় ইউডি মামলা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved