
নিজস্ব প্রতিবেদকঃ আইএফআইসি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন জনাব ইকবাল পারভেজ চৌধুরী। তিনি ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার ও চিফ রিস্ক অফিসারের পাশাপাশি চিফ এন্টি মানি লন্ডারিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখার চিফ
ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
২০১২ সালে ২৫ এপ্রিল আইএফআইসি ব্যাংক-এ যোগদানের পূর্বে তিনি এইচএসবিসি ও ঢাকা ব্যাংক-এ কর্মরত ছিলেন। উল্লেখ্য ১৯৯৭ সালে বেসিক ব্যাংক-এ যোগদানের মধ্য দিয়ে তিনি ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন।
জনাব ইকবাল পারভেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন ট্রেনিং ও সেমিনারে অংশ গ্রহণ করেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved