
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি দূর্জয় চন্দ্র বিশ্বাস (১৩) নামে এক কিশোর।
গত বৃহস্পতিবার (২৫জানুয়ারি) পৌর শহরের স্টেডিয়ামের মোড় বাসা থেকে বেরিয়ে আর বাসায় ফিরে যায়নি দূর্জয় চন্দ্র বিশ্বাস।
নিখোঁজ দূর্জয় চন্দ্র বিশ্বাস মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের গৌতম চন্দ্র বিশ্বাসের ছেলে।
বাবা গৌতম চন্দ্র বিশ্বাস জানান, আমার কাজের সূত্রে স্বপরিবারে আমরা ভৈরবে বসবাস করি। আমার ছেলে কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
এছাড়া আত্নীয় স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খোঁজে পাওয়া যায়নি। এখন পর্যন্ত দূর্জয় চন্দ্র বিশ্বাস নিখোঁজ আছেন।
এ ব্যাপারে তার মা মালা রানী বিশ্বাস শনিবার (২৭ জানুয়ারী) সকালে ভৈরব থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন। যার জিডি নং ১৩৯৮। যদি কোন সুহৃদয়বান ব্যাক্তি আমার ছেলের সন্ধান পেলে মোবাইল 01304020815/ 01717437918 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved