
নিজস্ব প্রতিবেদক: পাবনায় একটি বিদেশী ওয়ান শ্যুটারগান ও ১ রাউন্ড কার্তুজসহ কোরবান শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। তিনি রাজবাড়ী জেলার কাকিলাদাইর গ্রামের দিরাজ শেখের ছেলে।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে তাকে পাবনা সদর উপজেলার জালালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছেন ওই ব্যক্তি। ওই তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মো. এহ্তেশামুল হক খান সেখানে অভিযান চালায়। পরে জালালপুর বাজারে নূর হোটেলের সামনে থেকে কোরবান শেখকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা করা হয়।
এ সময় তার কাছ থেকে বিদেশী ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড কার্তুজ, মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় একটি মামলা রয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী জানান, রোববার (২৮ জানুয়ারি) তাকে পাবনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved