
নিজস্ব প্রতিবেদক: পাবনার আটঘরিয়ায় মাদক ব্যবসায়ী তুষার ইমরানকে (২০) এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত তুষার পৌরসভার দেবোত্তর মহল্লার আলমগীর হোসেন আলোর ছেলে।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি,ডিবি) এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে অভিযান চালিয়ে জেলার মালিগাছা ইউনিয়নে উওর রামচন্দ্র গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারী তুষার ইমরানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী তুষার ইমরান বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved