
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটা নতুন তরঙ্গ কিনছে। আর এর জন্য কোম্পানি দুটির প্রত্যেকে প্রায় সোয়া ৩ হাজার কোটি টাকা ব্যয় করবে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আয়োজিত নিলামে অংশ নিয়ে এই তরঙ্গ কিনেছে কোম্পানি দুটি। একই নিলাম থেকে অপর দুই মোবাইল ফোন অপারেটর টেলিটক এবং বাংলালিংকও তরঙ্গ কিনেছে।
বিটিআরসি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়। নিলামে ২২০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি করার কথা। নিলাম শুরুর মাত্র আধা ঘণ্টার মধ্যে ১০ হাজার ৬৪১ কোটি টাকা মূল্যে ১৯০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়ে যায় এই নিলাম। নিলামের প্রথম রাউন্ডে টেলিটক ২৩০০ ব্যান্ডের ৩০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে, যার মূল্য ১ হাজার ৬৮০ কোটি টাকা । রবি আজিয়াটা ২৬০০ ব্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এর দাম ৩ হাজার ৩৬০ কোটি টাকা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved