
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা ভূঁইয়াপাড়া গ্রামে সীমা খাতুন (১৮) নামে এক অন্ত:স্বত্তা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সীমা একই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কামারখন্দ উপজেলার বীরভদ্রঘাট গ্রামের কলিমুদ্দিনের মেয়ে সীমা খাতুনকে প্রায় ১ বছর আগে মনিরুলের সাথে বিয়ে দেয়া হয়। এ বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এ নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ মাসের অন্ত:স্বত্তা ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং তার লাশ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে তাকে নির্যাতনের পর হত্যা করে নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে ছিল। এ ঘটনার পর থেকে পরিবারের সবাই পলাতক রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved