
পিঠের ইনজুরির কারণে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তামিম ইকবালের। বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে আবার আঙুলে চোট পান তারকা এই ওপেনার। তবে বিপিএল শুরুর আগে বরিশালের কোচ জানিয়েছেন, ফিট আছেন তামিম।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী মিরাজের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন বরিশালের দলে। প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে বিপিএলে নেতৃত্ব দেয়ার। মিরাজ ছাড়া বাকি তিনজন তো জাতীয় দলেও অধিনায়কত্ব করেছেন। তাই অধিনায়ক নির্বাচনটা একটু জটিল ছিল এই দলের জন্য।
বিপিএলের খেলা মাঠে গড়াতে বাকি ৩ দিন। অন্তিম সময়ে এসে অধিনায়কের নাম ঘোষণা করেছেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল। ইনজুরি শঙ্কা থাকলেও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালই পাচ্ছেন বরিশালের নেতৃত্বভার।
এ প্রসঙ্গে সোমবার (১৫ জানুয়ারি) বরিশালের কোচ বলেন, 'অফিশিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।'
তামিমের বিষয়ে কথা উঠলেই ঘুরেফিরে আসে ফিটনেস প্রসঙ্গ। তবে তামিমের ফিটনেস নিয়ে বেশ ইতিবাচক বরিশালের কোচ। তিনি বলেন, 'আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে।'
তিনি আরও বলেন, 'আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দ্যেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষণই তামিমের ইনভলভমেন্ট ছিল।'
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved