
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে অভিভাবক সদস্য মজনুর রশিদ মজনু সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৯মার্চ)সকালে ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী।
এতে উক্ত বিদ্যালয়ের নবনির্বাচিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে অভিভাবক সদস্য মজনুর রশিদ মজনুকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, অভিভাবক সদস্য আবুল খায়ের, আতিকুর রহমান, আনোয়ার হোসেন ও রেজভী বেগম, শিক্ষক প্রতিনিধিগণ হচ্ছেন জাফর মন্ডল রফিকুল ইসলাম মিঠু ও ফেরদৌসী বেগম।
এসময় উপস্থিত ছিলেন গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার ডিলার, সমাজসেবক মমতাজ উদ্দীন, ফুলছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved