
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে।এশীতের মধ্যেই খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে ভাসমানদের। রাত হলে কম্বল নিয়ে ছুটে যান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.আরমান উল্লাহ। শীতে ৩শতাদিক লোক পেয়েছে যুবলীগ নেতা দেওয়া উষ্ণ উপহার।
শনিবার(১৩জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন, বাজার, বাস্টেন সহ ভাসমানদের হাতে কম্বল তুলে দেন যুবলীগ নেতা।
ভাসমানদের মধ্যে ৭৫বছরের বয়সী হেলাল উদ্দিন গায়ে কম্বল জড়িয়ে দেন যুবলীগ নেতা আরমান উল্লাহ। এতে হেলাল উদ্দিনের মুখে হাঁসি ফুটে উঠে। কম্বল বিতরণের আগে যুবলীগ নেতা কয়েকজন ভাসমানদের সঙ্গে তাদের জীবন জীবিকা নিয়ে কথাও বলেন। ভাসমানরা রাতে স্টেশন থাকেন। দিনে বিভিন্ন যায়গায় কাজ করেন,কেউ আবার ভিক্ষা করেন বলে জানান।
জোবেদা খাতুন বলেন, যুবলীগ নেতা আমার গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন। রাতে প্রচুর শীত পড়ে। কম্বল গায়ে দিয়ে শীত থেকে বাচাঁ যাবে।
ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.আরমান উল্লাহ বলেন,শীতে ভাসমানরা খুবই কষ্ট করে রাত কাটায়। শীতের কষ্ট সেই বুঝে যার কাছে শীত নিবারণের মতো কোন বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেয়ার জন্য একটি শীতবস্ত্র দিতে পারার মধ্যে অনেক আনন্দও আছে। সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আপনার আমার একটু সহযোগিতায় একজন মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ সমাজের বিক্তবানদের প্রতি আহবান করছি।


সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved