
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনার মো. জাহাংগীর আলমের সই করা এক পরিপত্রে বিষয়টি জানা যায়।
এতে উল্লেখ আছে, নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে ওই আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারদের আহ্বান জানানো যাচ্ছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করা হলো।
রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি, বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯-২৩ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
২৯ ডিসেম্বর ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। এদিন আসনটির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে নওগাঁ-২ আসনে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved