
ঢাকা-১৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।
বিজয়ী হওয়ার পর জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মোহাম্মদপুর আদাবরবাসীর কাছে কৃতজ্ঞতার শেষ নেই। মাদকমুক্ত ঢাকা-১৩ গড়তে কাজ করব। মডেল এলাকা হিসেবে গড়ে তুলব। বিএনপির উচিত তওবা করা।’
বিভিন্ন কেন্দ্র, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ আসনের ১৩৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর কবির নানক পেয়েছেন ৯০ হাজার ৭৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী ফুলের মালার প্রার্থী পেয়েছেন ১ হাজার ৫৩৬ ভোট।
ঢাকা-১৩ আসনে মোট ভোটার ৩৯৫,৪৩৬। মোট কেন্দ্র ১৩৫। পুরুষ ভোটার ২০৩,৭৪১, নারী ভোটার রয়েছেন ১৯১,৬৮৯ জন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ফল গণনা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved