
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক দেওয়ান হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
দেওয়ান হাসান ক্ষেতলাল উপজেলার হন্তনাবাদ গ্রামের আলহাজ্ব আব্দুল হামিদের ছেলে। সে ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহবায়ক।
পুলিশ জানায়, দেওয়ান হাসানের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক মামলা ছিল। শুক্রবার রাতে ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুকুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেওয়ান হাসানকে গ্রেপ্তার করেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় দিকে তাকে উপজেলার মধুপুকুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved