
জয়পুরহাট প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা আব্দুল আজিজ মোল্লার কর্মী সমর্থকদের উপর হামলা, হত্যার হুমকি ও নির্বাচনী আচরণবিধি না মানার প্রতিবাদে শনিবার দুপুরে কেন্দ্রিয় মসজিদ চত্বরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের আব্দুল আজিজ মোল্লা। সমর্থকদের উপর হামলা, হত্যার হুমকি ও নির্বাচনী আচরণবিধি না মানার প্রতিবাদে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা আব্দুল আজিজ মোল্লা বলেন, আমার সমর্থকদের উপর হামলা, হত্যার হুমকি ও নির্বাচনী আচরণবিধি না মানার কারনে যদি কোন অপ্রীতিকর ঘটনার জন্ম হয় তার দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। তারা আমার কাঁচি মার্কার পোস্টার ছিড়ে ও পুড়ে ফেলছেন। নৌকা মার্কার প্রার্থীর কর্মী সমর্থকরা আমার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন, মারধর করছেন। বিক্ষোভ সমাবেশ শেষে কাঁচি মার্কার সমর্থনে একটি মিছিল শহর প্রদক্ষিন করে।
তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে ভোটের নামে প্রহসনের নির্বাচন হবে, যা কারোরই কাম্য নয়, উল্লেখ করে তিনি নির্বাচনের পূর্বেই সকল সন্ত্রাসী ও ক্যাডারদের গ্রেফতারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নর সহসভাপতি শিপলু ও মোহাম্মাদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved