
নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুরের পরীক্ষার্থীদের করা উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সংবাদটি নিশ্চিত করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী বলেন, ৫৭ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী উত্তরপত্র চ্যালেঞ্জ করে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ মোট ১৫ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর আবেদন আমলে নেয়।
তিনি আরও বলেন, ফলাফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএস ফল জানা যায়। কিন্তু পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা সম্ভব নয়। এই ক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের সময় যে নাম্বার দিয়েছিল সেই নাম্বারে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেয়া হয়েছে। শুধু মাত্র যাদের ফলাফল পরির্বতন হয়েছে তারাই শুধু এই এসএমএস পাবে । তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।
জানা গেছে, মোট ফলাফল পরিবর্তন হয়েছে ২৭০ জন পরীক্ষার্থীর। নতুন করে জিপিএ -৫ পেয়েছে ৩২ জন ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved