
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে নিতাই লাল আগরওয়ালা (৫৬) নামের এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের পুরাতন বাজার এলাকার হিরালাল আগরওয়ার পুত্র। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে রেল গেটের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে।
রেল স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেরে আসা খুলনা গামী খুলনা রকেট মেইল আক্কেলপুর স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে শহরের প্রধান রেল গেটের দক্ষিণ পার্শ্বে লাইন পার হওয়ার সময় তিনি কাটা পড়েন। এসময় তার মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, আক্কেলপুর রেলগেট এলাকায় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। স্বজনেরা মরদেহ নিয়ে গেছে। পরিবারের কোনো অভিযোগ নেই।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved