
মাগুরা শহরের নিজ এলাকায় ভোটারদের উদ্দেশে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘নতুন করে আপনাদের কাছে চাওয়ার কিছু নেই। এখন একটাই চাওয়া, আপনাদের কিছু ফেরত দেয়ার; আপনাদের জন্য কিছু করতে পারলে আমারও ভাল লাগবে।’
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শহরের সাহাপাড়ায় প্রচারণা গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি।
এদিন সকাল ৮টায় শহরের সাহাপাড়া কেশবমোড়ে নিজ বাসা থেকে প্রচারণার উদ্দেশ্যে বের হন সাকিব। পরে নতুন বাজারও দোয়ারপাড় এলাকায় প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এ সময় এলাকাবাসী তাকে নৌকার কোর্টপিন পরিয়ে দেন। ফুলের পাপড়ি ছিটিয়ে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। ভোটারদের ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
সাকিব বলেন, ‘ছোট বেলা থেকেই এসব এলাকার অলি-গলিতে বিচরণ করেই বড় হয়েছি। এলাকার ছোট ছোট মাঠ থেকে খেলাধুলা করেই আজ বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছি। নতুন করে আপনাদের কাছে চাওয়ার কিছু নেই। এখন একটাই চাওয়া, আপনাদের কিছু ফেরত দেয়ার; আপনাদের জন্য কিছু করতে পারলে আমারও ভাল লাগবে।’
তিনি বলেন, ‘ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন; তাহলে চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ কিছু করার। জীবনে অনেক বার এসেছি, আপনাদের কাছে কারণে-অকারণে। এবার এসেছি ভোট চাইতে। এলাকার মানুষের কাছে আমার দাবিও বেশি। ভোটারদের কাছে শতভাগ ভোট চাই আমি।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved