
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাবনা জেলা শাখার সভাপতি, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, চাটমোহর পৌর শহরের সাহাপাড়ার বাসিন্দা কমরেড সন্তোষ রায় চৌধুরী (৭৫) পরলোকগমণ করেছেন।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় চাটমোহর মহাশ্মশানে তাকে দাহ করা হয়। এর আগে সিপিবি কেন্দ্রীয় কমিটির পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমরেড ইসমাইল হোসেন, পাবনা জেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক সালফি আল ফাত্তাহ, নাটোর জেলা কমিটির পক্ষে সভাপতি নির্মল দাশ কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এসময় সিপিবি’র পাবনা জেলা শাখার সাবেক সভাপতি কমরেড আঃ রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এসএম মিজানুর রহমান,আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ,নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, আলমগীর মোহাম্মদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, সাবেক সভাপতি বেলাল হোসেন স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে সন্তোয় রায় চৌধুরীর মৃত্যুতে চাটমোহরের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved