
বগুড়া প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বগুড়ার ধুনটে আলোকসজ্জার মাধ্যমে পুকুরের তলদেশে ফুটিয়ে তোলা হয়েছে বিশালাকার লাল সবুজের পতাকা।
ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিন যাবৎ মজা পুকুর খনন করে কর্মযজ্ঞটি সম্পন্ন করা হয়েছে।
কর্মযজ্ঞটির নাম দেওয়া হয়েছে ‘জলতরঙ্গে বিজয় নিশান’। শনিবার সন্ধ্যার পর ধুনটের মুজিব চত্বর এলাকায় করা ‘জলতরঙ্গে বিজয় নিশান’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
পুকুরে আলোকসজ্জার মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ৯২ হাজার ৩৪০টি মরিচ বাতি। পতাকাটি ১৬০ফিট দৈর্ঘ্য ও ৯৬ ফিট প্রস্থে ব্যবহার করা হয়েছে সবুজ বাতি এবং ৩২ ফিট বৃত্তে ব্যবহার করা হয়েছে লাল বাতি। পুকুরের চারপাশে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
যার মধ্যে রয়েছে মেট্রোরেল, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফ্লাইওভার, বঙ্গবন্ধু স্যাটেলাইট।
এছাড়া পুকুরের একপাশে লেখা রয়েছে ‘আই লাভ বঙ্গবন্ধু’। এক পাশে ‘দ্য মাদার অব হিউম্যানিটি’। এক পাশে ১০০ ফুট দৈর্ঘে্যর নৌকা। যে নৌকার এক পাশে বঙ্গবন্ধুর ছবি। আরেক পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved