
নিজস্ব প্রতিনিধি: পাবনায় শ্রদ্ধা আর ভালবাসার মধ্যেদিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
দিনটির প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’য় পুস্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
পরে পাবনা প্রেসক্লাব,জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখা, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্মৃতিস্তম্ভে নানা পেশাজীবী মানুষ, রাজনৈতিক নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved