
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে রূপালী ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিআরপিডি সার্কুলার লেটার নং- ৭৭ মোতাবেক রূপালী ব্যাংক লিমিটেডকে রূপালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। ফলে এখন থেকে রূপালী ব্যাংক পিএলসি হিসেবে নতুন নামে ব্যাংকিং কার্যক্রম শুরু করবে ব্যাংকটি।
গত ২২ ফেব্রুয়ারি ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি) যোগ করতে পরিপত্র জারি করে বাংলাদেশ ব্যাংক। পরিপত্রে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংক কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি গ্রহণের আবশ্যকতা রয়েছে। নামের শেষে পিএলসি যোগ করতে ব্যাংক কোম্পানিগুলোকে আলাদা করে কোন আবেদন করতে হবে না।
উল্লেখ্য যে, চলতি বছরের ২৬ জুলাই ভার্চ্যুয়ালি ব্যাংকের এক বিশেষ সাধারণ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে ব্যাংকের নাম রূপালী ব্যাংক লিমিটেড থেকে রূপালী ব্যাংক পিএলসি এ পরিবর্তনের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৮৬ সালে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটি পূজিবাজারে তালিকাভূক্ত হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved