
নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে অভিযান চালিয়ে ‘রায় মসলা’ নামে একটি কারখানা সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী শহীদগঞ্জ এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার।
জানা যায়, হলুদ, মরিচসহ বিভিন্ন গুঁড়া মসলার পরিমাণ বাড়াতে মেশানো হচ্ছিল ইট, কাঠ ও চাউলের গুঁড়া। যা মানব দেহের জন্য ক্ষতিকর।
সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মরুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইট, কাঠ ও চাউলের গুঁড়া মিশিয়ে বিভিন্ন গুঁড়া মসলা তৈরির অপরাধে ‘রায় মসলা’ কারখানাটি সাময়িকভাবে সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved