
স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ পার করে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব আসরের পর স্বাভাবিকভাবেই দলের এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে তদন্ত করতে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। রোববার (৩ ডিসেম্বর) থেকে কাজও শুরু করেছে এই কমিটি। তদন্তের সুবিধার্থে ইতোমধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটার এবং নির্বাচক প্যানেলের সদস্যদের ডেকেছে বিসিবি। তবে নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে এই কমিটিকে সময় দিতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন সাকিব আল হাসান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি। সেই ব্যস্ততার কারণেই তদন্ত কমিটিকে সময় দিতে পারেননি সাকিব।
সাকিব সময় দিতে না পারলেও দ্রুতই তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে বলে জানিয়েছেন তিন সদস্যে কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ। রোববার (১০ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন তিনি।
সাকিবের আগে তদন্ত কমিটি ডেকেছিল দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকায় দলের বাকি সদস্যদের ডাকা সম্ভব হয়নি। তবে তদন্ত কমিটি জানিয়েছে, সবাইকেই ধীরে ধীরে ডাকা হবে। ক্রিকেটারদের বাইরে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটিকে সময় না দিলেও আবু ধাবিতে টি-টেন লিগের ফটোশুট করতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন সাকিব। সেখানে দুইদিন কাটিয়ে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved