
নিজস্ব প্রতিনিধি: আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের ই.বি রোডস্থ জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন ভাসানী মিলনায়তনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নাজমুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি বেগম রুমানা বেগম। এ্যাড. রফিক সরকার প্রমুখ।
এ সময় বক্তারা সিরাজগঞ্জসহ সারাদেশের নেতাকর্মীদের মুক্তিসহ অগণতান্ত্রিক নির্বাচনের প্রতিহত করার আহবান জানান। মানববন্ধন কর্মসূচীতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved