
নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে পাঁচ থানার ওসিদের জেলার মধ্যেই বিভিন্ন থানায় বদলী করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার একযোগে ৩৩৮ থানার ওসিদের বদলী সংক্রান্ত প্রজ্ঞাপন জারী হয়েছে বলে জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার। ওই প্রজ্ঞাপনে সিরাজগঞ্জ জেলার ১৩টি থানার মধ্যে পাঁচ থানার ওসি আছেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, পুলিশ সদর দপ্তর থেকে বদলী সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী সিরাজগঞ্জের পাঁচটি থানার ওসির বদলীর আদেশ হাতে পাওয়ার পর দ্রুত তাদের রিলিজ করা হবে।
প্রজ্ঞাপন অনুসারে উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলামকে তাড়াশ এবং তাড়াশ থানার ওসি শহিদুল ইসলামকে কাজিপুর থানায়, কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্তকে চৌহালী, চৌহালী থানার ওসি হারুন অর রশিদকে রায়গঞ্জ, রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামকে উল্লাপাড়া মডেল থানায় বদলী করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved