
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে সামনে ঝাঁপ দিয়ে এক অন্তসত্ত্বা নারী আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার বড়খাতা অন্ধ হাফেজ সাহেবের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আমেনা বেগম নামে ওই নারী পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
আমেনা বেগম মধ্য গড্ডিমারী এলাকার নুর ইসলামের কন্যা ও ডাকালীবান্ধা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষন ধরে রেল লাইনের উপর ওই নারী বসে ছিলো। বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ট্রেন আসা মাত্র ট্রেনের সামনে লাফিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করেন।
স্থানীয় একটি সুত্র দাবী করেছেন, পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্নহত্যা করতে পারেন। তবে এ আত্মহত্যা নিয়ে আমেনা বেগমের পরিবারে কেউ কথা বলতে রাজি হয়নি।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved