
নিজস্ব প্রতিনিধি: পাবনার চাটমোহরে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা সদরের গৌর সরকার মোড় এলাকায় ওয়াহেদ আলীর পরিত্যাক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর বেলা পুকুর মালিক ওয়াহেদ আলীর স্ত্রী পঁচা গন্ধ পায়। পরে পার্শ্ববতী লোকজনকে বলে। পুকুরের কিনারে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩৫-৩৮ বছর। তার পরনে গেঞ্জি, কালো শার্ট ও জিঞ্জের প্যান্ট ছিল।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved