
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে রমজান আলী (৩০) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের সাহেব আলী'র পুত্র।
প্রতিবেশীরা জানান, রবিবার (৩-ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে রমজান আলী তাঁর বসত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে টিনের চালের রোয়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। দুই মাস আগে রমজান আলী'র স্ত্রী সন্তানদের নানা বাড়ি শ্রীমঙ্গলে রেখে সৌদি আরবে চলে যাওয়ায় তিনি বাড়িতে একা থাকতেন।
রমজান সব সময় মাদক সেবন করতো এবং কখনো কখনো অতিরিক্ত মাদক সেবন করে পাগলের মতো আচরণ করতো।
দুই মাস আগেও সে একবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলো বলে জানান, প্রতিবেশীরা, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই ফজলুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved