
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে মোট ৫২ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। প্রার্থীরা জেলা নির্বাচন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এবং সহকারি রির্টার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসব মনোনয়নপত্র আলাদাভাবে দাখিল করেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মোট ৫২ জন প্রার্থীর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১৬ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ১০ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১২ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৭ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বিকল্প ধারা, বিএনএম, এনপিপি ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার ৫ টি আসনে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪টি পৌরসভাসহ ৭টি উপজেলার ৮১টি ইউনিয়নে ৬৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮টি ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫৬৮ জন এবং ১০ লাখ ৪১ হাজার ১০৯ জন মহিলা ভোটার রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved