
বাংলাদেশের বোলারদের হতাশ করে তৃতীয় দিনের সকালে লিড নিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের লিড এনে দিতে দারুণ ভূমিকা পালন করেছেন অধিনায়ক সাউদি ও জেমিসন। দুইজন মিলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি। এদিকে একটি মাইলফলক স্পর্শ করেছেন কিউই অধিনায়ক টিম সাউদি।
এই প্রতিবেদল লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১০ উইকেটে ৩১৭ রান। লিড নিয়েছে ৭ রানে।
দ্বিতীয় দিনের বিকালটা দেখে মনে হচ্ছিল তৃতীয় দিনের সকালে খুব দ্রুতই অলআউট হয়ে যাবে নিউজিল্যান্ড। এমনকি বাংলাদেশ লিডও পেতে পারে। তবে তাইজুল-মিরাজকে হতাশ করে এখনো ক্রিজে টিকে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি এবং পেসার কাইল জেমিসন। সাউদি ৩৪ এবং জেমিসন অপরাজিত আছেন ২৪ রানে। দুই জন মিলে গড়েছেন ৫২ রানের জুটি।
এদিকে সাউদি একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০'র ওপরে উইকেট এবং দুই হাজারের বেশি রান করেছেন কিউই অধিনায়ক। এর আগে এই কীর্তি গড়েছেন রিচার্ড হ্যাডলি এবং ড্যানিয়েল ভেট্টরি।
বিস্তারিত আসছে...
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved