
পদোন্নতি পেয়ে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হলেন মোহাম্মদ মাহবুবুর রহমান। এরআগে তিনি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (মার্চ ২৭) সিটি ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মাহবুবুর রহমান ২০১১ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। সিটি ব্যাংকে যোগদানের আগে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি লিডস কর্পোরেশন লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা এবং গ্রামীণফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ কর্তৃক স্বীকৃত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
এছাড়া মাহবুবুর রহমান আইডিএলসি এবং সিটি ব্যাংকের দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটেল রিসোর্স লিমিটেডের পরিচালক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved