
জয়পুরহাট প্রতিনিধি: শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে জয়পুরহাটে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে তিন যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার হিচমী বাজারে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ দেড় হাজার টাকা জরিমানা ও ৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবেল উদ্দিন, আজহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও নমুনা
সংগ্রহকারী এ কে এম জিয়াউল হক।
জয়পুরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে তিনটি মামলা দায়েরপূর্বক মোট ১৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৬টি হাইড্রোলিক হর্ণ ধ্বংস করা হয়। এসময় শব্দ দূষণ বিরোধী লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved